প্রধানমন্ত্রীকে নিয়ে যে মেট্রোরেল ছুটে চলেছে সেই রেলের চালক হয়ে ইতিহাস তৈরি করলেন মরিয়ম আফিজা।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে টিকিট কেটে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর অল্প সময়েই আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়।
আগারগাঁও স্টেশনে পৌঁছে চালক মরিয়ম আফিজা বলেছেন, আজকে আমাদের স্বপ্নপূরণ হয়েছে। দেশবাসির মতো আমিও খুব আনন্দিত। মেট্রোরেলের সাথে প্রথম যাত্রা শুরু করতে পেরেছি বলে গর্বোবোধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যাত্রায় সফরসঙ্গী হয়েছেন।
তিনি বলেন, ঢাকায় যানজটের ভোগান্তি আমাদের সবার জানা। মেট্রোরেল চালুর ফলে যানজটের অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো। মেট্রোরেল রেডিও টেকনোলজির মাধ্যমে চলে। এটি সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব ও নিরাপদ।