Header Border

ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৮৮°সে
শিরোনাম
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে– নাহিদ ইসলাম গণহত্যা নিয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হোয়াইট হাউসের বিবৃতি, বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান সীমান্ত হ/ত্যা/র ব্যাপারে কড়া প্রতিবাদ বিজিবির গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে- তথ্য উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস, সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য  অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইউজিসির নতুন সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান ও ড. আনোয়ার হোসেন

অপি করিমের জন্মদিন আজ

দেশের শোবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম। মিষ্টি হাসি, সাবলীল অভিনয়, আর মায়াবী চাহনীতে তিনি মুগ্ধ করেন দর্শকদের। শূন্য দশকে তার আত্মপ্রকাশ এবং সাফল্য। তাই ওই সময়কার দর্শকদের কাছে অপি এখনো সতেজ অনুভূতির নাম।

গুণী এই অভিনেত্রীর জন্মদিন আজ। ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। তার আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম। বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বুয়েট থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর জার্মানি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

অপি করিম ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন। এরপর তিনি লাক্সের বিজ্ঞাপনে মডেল হন এবং জনপ্রিয়তা পান।

মডেলিং দিয়ে শুরু করে অল্প সময়েই নাটক, টেলিফিল্মে পোক্ত জায়গা করে নেন অপি করিম। তিনি বহু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমা এসবেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন অপি।

অপি করিম অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘সকাল সন্ধ্যা’, ‘শুকতারা’, ‘আপনজন’, ‘সবুজ গ্রাম’, ‘তিথির সুখ’, ‘অক্ষয় কোম্পানির জুতা’, ‘ছায়া চোখ’, ‘জলছাপ’, ‘সাদাআলো সাদাকালো’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘উত্তম-সুচিত্রা’, ‘মান-অভিমান’, ‘এ শহর মাধবিলতার না’ ও ‘অবাক ভালোবাসা’ ইত্যাদি।

অপি করিম তার ক্যারিয়ারে কেবল একটি সিনেমায় অভিনয় করেছেন। সেটি হচ্ছে ‘ব্যাচেলর’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

ব্যক্তিগত জীবনে অপি করিম তিনটি বিয়ে করেছেন। ২০০৭ সালে তিনি আসির আহমেদকে বিয়ে করেন। সে বছরই তাদের সংসারটি ভেঙে যায়৷ এরপর ২০১১ সালে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জন অপি। কিন্তু এই বিয়েও টেকেনি। সবশেষ ২০১৬ সালে প্রযোজক ও আর্কিটেকচার এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেন এই অভিনেত্রী।

অভিনয় পেশার বাইরে অপি করিম একজন শিক্ষিকা। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আর্টিকেচার বিভাগের সহযোগী অধ্যাপক।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পরিবর্তন করা হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টার জরুরী সংবাদ সম্মেলন
বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম
মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় প্রাথমিক বিদ্যালয়ে – মুখ্য সচিব
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ
তালের শাঁস খেয়ে শ্রণিকক্ষে অসুস্থ শিক্ষার্থী, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ