বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ইস্যুকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে তারা আজ (বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর) পূর্ণকালীন সদস্য হিসেবে ইউজিসি চেয়ারম্যানের নিকট যোগদানপত্র পেশ করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী ড. তানজীমউদ্দিন খান এবং ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে আগামী চার (০৪) বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে একই দিবসে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তাঁদের যোগদানের তারিখ হতে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তাঁরা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি বিষয়ে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে পলিটিক্যাল ইকোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর ৩৫টিরও অধিক নিবন্ধ ও গ্রন্থ অধ্যায় প্রকাশিত হয়েছে। তিনি শিভেনিং স্কলার এবং কিজো ওবুচী ফেলো।
অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে সমাজবিজ্ঞান ও নৃ-বিজ্ঞান বিষয়ে মাস্টার্স এবং সাংস্কৃতিক নৃ-বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে তাঁর মোট ১১৩টি প্রকাশনা নিবন্ধ রয়েছে। মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১০ সালে নেহেরু হিউম্যানেটারিয়ান অ্যাওয়ার্ড এবং ২০১১-১২ সালে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (আইডিআরসি) কানাডা রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন।