রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রিয় চ্যানেলে এক ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্তের খবর জানান মিখাইল মিশুস্তিন। ৫৪ বছর বয়সি মিখাইল এ বছরের শুরুতে রাশিয়ার প্রধানমন্ত্রী পদে যোগ দেন। দেশটিতে বর্তমান করোনা পরিস্থিতিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
জানা যায়, রিপোর্ট পজিটিভ আসার পর পরই হোম-আইসোলেশনে চলে যান তিনি। তার জায়গায় উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলউসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার অনুরোধ করেন। প্রেসিডেন্ট পুতিনও তার এ সিদ্ধান্তকে মেনে নিয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭৩ জনের।