শেষ পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হাতে পেল শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ফল পেয়ে আনন্দে উদ্বেলিত তারা। এবার পাশের হার ৮৭.৬৬ শতাংশ। যা গতবারের চেয়ে ৬.৬৪ শতাংশ কম। একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার বেড়েছে আর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট।
করোনা ও বন্যার কারণে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে ঠিক তখনই বণ্যার কারণে আবারো পরীক্ষায় বিলম্ব। ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলো পরীক্ষা শেষে ঠিক ৫৮ তম দিনে।
এবার পাসের হার ৮৭.৪৪ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.০৩, রাজশাহী ৮৫.৮৮, কুমিল্লা ৯১.২৮, যশোরে সর্বোচ্চ ৯৫.১৭, চট্টগ্রাম ৮৭.৫৩, বরিশাল ৮৯.৬১, সিলেটে সর্বনিম্ন ৭৮.৮২, দিনাজপুর ৮১.১৬, ময়মনসিংহ ৮৯.০২, মাদ্রাসা ৮২.২২ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮৯.৫৫।
এবার জিপিএ পাঁচ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ পাঁচ ৬৪ হাজার ৯৮৪, রাজশাহী ৪২ হাজার ৫১৭, কুমিল্লা ১৯ হাজার ৯৯৮, যশোর ৩০ হাজার ৮৯২, চট্টগ্রাম ১৮ হাজার ৬৬৪, বরিশাল ১০ হাজার ৬৮, সিলেট ৭ হাজার ৫৬৫, দিনাজপুর ২৫ হাজর ৫৮৬, ময়মনসিংহ ১৫ হাজার ২১৬, মাদ্রাসা ১৫ হাজার ৪৫৭ এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী।
একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯৯৫টি।