২০২২ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ। গত বছরের তুলনায় যা প্রায় ১০ শতাংশ কম। গতবারের চেয়ে এবার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আনন্দ।
১১ লাখ ৭৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ।
ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ। রাজশাহীতে ৮১.৬০, কুমিল্লায় ৯০.৭২, যশোরে ৮৩.৯৫, চট্টগ্রামে ৮০.৫০, বরিশালে ৮৬.৯৫, সিলেট ৮১.৪০, দিনাজপুরে ৭৯.০৮, ময়মনসিংহে ৮০.৩২, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৯২.৫৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৪১ শতাংশ।
ঢাকা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬২ হাজার ৪শ ২১ জন শিক্ষার্থী, রাজশাহীতে ২১ হাজার ৮শ ৫৫, কুমিল্লায় ১৪ হাজার ৯শ ৯১, যশোরে ১৮ হাজার ৭শ ৩, চট্টগ্রামে ১২ হাজার ৬শ’ ৭০, বরিশালে ৭ হাজার ৩শ’ ৮৬, সিলেটে ৪ হাজার ৮শ ৭১, দিনাজপুরে ১১ হাজার ৮শ’ ৩০, ময়মনসিংহে ৫ হাজার ২৮, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪শ ২৩ এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১শ ৪ জন ।
আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যারা যোগ্য তারাই পাস করেছে। বেশি পাস করলে বলা হয় বেশি পাস করেছে, আবার কম পাস করলে সমালোচনা করা হয়। আসলে আমরা চাই সবাই দক্ষ হয়ে গড়ে উঠুক। কর্ জীবনে প্রবেশ করুক।’
এবার শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। ২০২১ সালে একজন শিক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি। ২০২২ সালে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২১ সালে ছিল ১ হাজার ৯৩৪টি। ২০২২ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৩০টি।
ভিডিও লিঙ্ক: https://youtu.be/Mr8-0XCgSwg