যেন সিনেমার শ্যুটিং, একটি দ্রুত গতির গাড়ির নিচে দুমড়ে মুচড়ে যাওয়া এক নারী। তাকে দেড় কিলোমিটার পর্যন্ত এভাবেই নিয়ে যান চালক। পরে পথচারীদের বাঁধাায় গাড়ি থামাতে বাধ্য হন গাড়ির চালক বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষক।
এই ঘটনার পর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছে, শান্তিপূর্ণ এই অবস্থান চলবে। দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকার ঘোষণা শিক্ষার্থীদের।
ঢাবির রাস্তা সিটি করপোরেশনের অধীনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আওতায় আনতে হবে; অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে ও অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নিয়ন্ত্রণ করতে হবে এবং ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে। এই তিনটি দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয়। এরপর মিছিল নিয়ে আসে ছাত্র অধিকার পরিষদ। বিক্ষোভ মিছিল নিয়ে নেতা কর্মীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয়।