‘ইয়েনচিং একাডেমি স্কলারশিপ ২০২৫’-দিচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৬টি বিষয়ে বিনা খরচে স্নাতকোত্তর ডিগ্রি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। যেসব বিষয় পড়তে পারবেন সেগুলো হচ্ছে- অর্থনীতি, ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক । আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হবে না। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সুযোগ। আন্তর্জাতিকমানের এই হোস্টেলের প্রতিটি কক্ষে দু’জন করে শিক্ষার্থী থাকতে পারবে। চিকিৎসা বিমা ও রাউন্ড-ট্রিপ ভ্রমণ ভাতাও দেওয়া হবে বিশ্ববিদ্যালয় থেকে।
ইয়েনচিং একাডেমিক স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৩১ আগস্ট ২০২৪-এর মধ্যে স্নাতক ডিগ্রি শেষ করতে হবে। পরীক্ষার ফল হতে হবে বেশ ভালো। ইংরেজিতে দক্ষ হতে হবে এবং সনদ থাকতে হবে। ২০২৩ সালের ১ সেপ্টেম্বরের আগের আইইএলটিএস বা টোফেলের ফলের সনদ গ্রহণ করা হবে না।
২৩-২৮ বছরের মধ্যে হতে হবে। নারী-পুরুষ উভয়ে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে, ব্যক্তিগত বিবৃতির ফরম, গবেষণা প্রবন্ধ, সিভি, অফিশিয়াল প্রতিলিপি, প্রশংসাপত্র, ইংরেজি দক্ষতা পরীক্ষার সার্টিফিকেট ইত্যাদি।
যারা আবেদন করতে চান তারা নিচের লিংকে যেতে পারে:
https://www.wedushare.com/programs/yenching-academy-scholarship-in-china-2025