ওয়াং হাইমান (ঊর্মি)
চীনে তৈরী সি-৯১৯ বিমানের ৫ লক্ষাধিক যাত্রী পরিবহন সেপ্টেম্বর ১: চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সি-৯১৯ বিমান এ পর্যন্ত ৫ লক্ষাধিক যাত্রী পরিবহন করেছে। ২০২৩ সালের ২৮ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর, সি-৯১৯ বিমানগুলো এখন পর্যন্ত ১০ সহস্রাধিক ঘন্টা আকাশে উড়েছে। এ সময়ে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ছিল ৩৭০০টিরও বেশি। ২০২২ সালের ৯ ডিসেম্বর চায়না ইস্টার্ন এয়ারলাইনস বিশ্বের প্রথম সি-৯১৯ বিমানটি বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনে ব্যবহার করে। গত এক বছরে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানবহরে ৭টি সি-৯১৯ যাত্রীবাহী বিমান যুক্ত হয়। বিমানগুলো শাংহাই হুংছিয়াও–ছেংতু থিয়ানফু, শাংহাই হুংছিয়াও-বেইজিং তাসিং, শাংহাই হুংছিয়াও–সিআন সিয়ান ইয়াং, শাংহাই হুংছিয়াও–কুয়াংচৌ পাইইয়ুন, এবং সিআন সিয়ানইয়াং-বেইজিং তাসিং রুটে চলাচল করছে। এদিকে, গত ২৮ আগস্ট, এয়ার চায়না এবং চায়না সাউদার্ন এয়ারলাইনসও তাদের বিমানবহরে সি-৯১৯ বিমান যুক্ত করে।
লেখক: ওয়াং হাইমান (ঊর্মি) সাংবাদিক, বাংলা বিভাগ চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।
( মতামত বিভাগে প্রকাশিত লেখার দায় ব্যক্তির নিজের )