করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপি কারাবন্দিদের মধ্যে বিশেষ বিবেচনায় মুক্তির অংশ হিসেবে টাঙ্গাইলে চারজন কারাবন্দিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে তালিকায় থাকা তিনজন শনিবার দুপুরে কারাগার মুক্তি পেয়ে বের হয়েছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা থাকায়, সেটি পরিশোধ করার পর মুক্তি পাবেন।
শনিবার (২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন এই তথ্য নিশ্চিত করেন বলেন , আমাদের কাছে অধিদপ্তর থেকে বেশ কিছু ক্যাটাগরিতে মুক্তি দেয়ার জন্য বন্দিদের তালিকা চেয়েছিলো। ইতিমধ্যেই আমরা ২৪০ জনের মতো তালিকা পাঠিয়েছিলাম। মূলত ৪টি বিষয়কে লক্ষ রেখে বন্দিদের এই তালিকা দেয়া হয়েছে। বন্দিদের মধ্যে যাদের সাজা ৬ মাসের মতো অবশিষ্ট আছে, যারা মোট সাজার অর্ধেকের বেশি ভোগ করেছে, যাদের যাবজ্জীবন বা ৩০ বছরের সাজা রয়েছে আর তার মধ্যে ২০ বছরের বেশি সাজা খেটেছে আর যারা বয়সে বৃদ্ধ ও অসুস্থ এবং যাদের আচরণ সন্তোষজনক তাদেরকেই এই তালিকায় রাখা হয়েছিলো।
পরে আজ সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে যে সকল বন্দিরা এক বছরের সাজার মধ্যে ৬ মাস সাজা খেটে ফেলেছে, যাদের তিন মাসের কম সাজা রয়েছে, এমন বেশ কিছু বন্দিকে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল জেলা কারাগারের চার কারাবন্দি রয়েছে। তাদের মধ্যে তিনজন আজ দুপুরেই মুক্তি পেয়েছেন। বাকি একজনের ২০ হাজার টাকা জরিমানা থাকায়, সেটি পরিশোধ করার পর মুক্তি পাবেন।