অসহায় মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডির ৪০ মেট্রিক টন ৮০০ কেজি চাল আত্মসাতের মামলায় জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের অসহায় পরিবারের মহিলাদের দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০কেজি করে দেয়া চাল থেকে ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যা ২০১৯ সালের জানুয়ারি মাস হতে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত জীবিত ও মৃত ৮৫নারীর নামে ভিজিডি কার্ডের তালিকা করে বরাদ্দকৃত ৪০ মেট্রিক টন ৮০০ কেজি ভিজিডির সরকারি চাল আত্মসাত করে কালোবাজারে বিক্রি করেন। ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান।
এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহনের জন্য মামলাটি দুদক যশোর কার্যালয়ে প্রেরণ করা হয়। পরে দুদক মামলাটি আমলে নেয়।ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার বিভাগ গত ২৩ এপ্রিল ইউপি চেয়ারম্যান
জারজিদ মোল্যাকে সাময়িকভাবে বরখাস্ত করে। শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসবিফ্রিংয়ে এসপি মো: জসিম উদ্দিন বলেন,চাল আত্মসাতকারীদের কোন ছাড় দেয়া হবে না।দুদক মামলা দায়েরের পর এজাহারভূক্ত আসামী জারজিদ মোল্যাকে গ্রেফতার করা হয়েছে।