করোনা এবং সিলেটের বণ্যা পরিস্থিতির কারণে এসএসসি ও সমানের পরীক্ষা শুরু হয় আট মাস পরে গত ১৫ সেপ্টেম্বর। পরীক্ষা শেষের ৫৮ দিনে প্রকাশ করা হয়েছে পরীক্ষার ফল। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এরপর থেকে যদি কোনো এলাকা বা কেন্দ্রে এমন সমস্যা হয় যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়, তাহলে শুধু নির্দিষ্ট এলাকার পরীক্ষা স্থগিত করা হবে। এই বিষয়ে এরই মধ্যে আলোচনা শেষ হয়েছে।
আন্তর্জাতিক মার্তৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।