সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন করায় সেই পাঁচ শিক্ষককে এবার পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব দায়িত্ব থেকে আজীবন অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। অব্যাহতি পাওয়াদের মধ্যে একজন প্রশ্ন প্রণয়নকারী এবং চারজন মডারেটর। চলমান এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রে বিতর্কিত প্রশ্ন করলে আলোচনার ঝড় ওঠে সারা দেশে। এই শিক্ষকরা হলেন ঝিনাইদহের মহেশপুরের ডা. সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুর রহমান, কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন এবং মির্জাপুর ইউনাইটেড কলেজের একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ।
গতকাল মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নেয়। পরে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবার এ সংক্রান্ত আদেশের কপি দেওয়া হয়েছে।