প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ ডিসেম্বর। উপজেলা পর্যায়ে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। পরীক্ষার প্রবেশ পত্র বিতরণ করা হবে ২৭ ডিসেম্বর।
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চার বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা। ২ ঘণ্টা সময়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।
আগে বৃত্তি পরীক্ষা নেয়া হলেও ২০০৯ খ্রিষ্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেয়া শুরু হয়েছিলো।