রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ভিক্টর পরিবহের যাত্রীবাহী বাসের ধাক্কায় নাদিয়া আকতার নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। রোববার বেলা পৌনে একটার দিকে ঘটে এই দুর্ঘটনা।
নিহত নাদিয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । পুলিশ বলছে, উত্তরার দিক থেকে আসা ভিক্টর পরিবহের বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নাদিয়া। নাদিয়া মোটর সাইকেলের যাত্রী ছিলেন। প্রায় ফাঁকা রাস্তায় নাদিয়াকে বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিয়ে ফেলে দেয় পরিবহনটি।
ঘটনার পরপরই বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এই ঘটনার পর শিক্ষার্থীরা বিমান বন্ধর সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখে। পরে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ইউসুফ আবদুল্লাহসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, খোদ ঢাকায় চালকের খামখেয়ালীপনায় এমন দুর্ঘটনা কখনোই মেনে নেয়ার নয়।
বিমান বন্দর সড়ক অপরোধের চিত্র ভিডিও লিঙ্কেঃ