দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় নিহত হয়েছেন এক কলেজ শিক্ষক। তুনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখার কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক। ৪২ বছর বয়সী এই কলেজশিক্ষক রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে রাঙামাটি এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন।
নিহত মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদাত আলীর ছেলে।
এছাড়াও তিনি ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। কলেজে যোগদানের পূর্বে তিনি বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন।
থানার ওসি আশরাফুল ইসলাম জানান, মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র বিজিবি ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি সিন্দুরহাটা যাওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
(সূত্র: বিভিন্ন গণমাধ্যম)