রাজধানীবাসীর জন্য সুখবর। দীর্ঘদিন ধরেই মেট্রোরেলের নির্মাণ কাজ দেখে এসেছেন তারা। শিগগিরই চালু হবে এমন সংবাদও পেয়েছেন। কিন্তু সবার প্রশ্ন কবে চালু হবে স্বপ্নের মেট্রোরেল। এবার চূড়ান্ত ঘোষণা এলো নগরবাসীর জন্যর। কর্তপক্ষ জানিয়েছে, ডিসেম্বরেরসশেষ সপ্তাহে রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চালু হচ্ছে। শুরুতে প্রথম ধাপে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হবে মেট্টোরেল।
ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক এ কথা জানিয়েছেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেলের (এমআরটি লাইন-১) ডিপো এলাকার ভূমি উন্নয়নবিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ডিএমটিসিএল আনুষ্ঠানিকভাবে ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি লাইন-৬ নামে পরিচিত প্রকল্পটি বাস্তবায়ন করছে।