ঝালকাঠির রাজাপুরে বৃদ্ধ মমতাজ বেগম এর একমাত্র আশ্রয়স্থল বসতঘর সহ সর্বস্ব আগুনে পুড়ে ছাই।
বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী। মমতাজ বেগম ঐ গ্রামের মৃত হাবিবুর রহমান এর স্ত্রী। বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিক ধারনা করছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯ টায় সময় হঠাৎ আগুন দেখে সবাই ছুটে আসেন এবং ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পরিবারের কেউ ঘরে উপস্থিত ছিল না। স্থানীয়রা আরো জানায়, অসহায় পরিবারটির সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্যনকারী বৃদ্ধার ছেলে আবু হানিফ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরেন। পরিবারের খাদ্য চাহিদা মিটাতে এলাকায় বিভিন্ন কাজ শুরু করেন। কয়েক দিন আগে পাশের বাড়ির নারিকেল গাছ থেকে পরে শারীরিক ভাবে অচল হয়ে পরে। এখন সমাজের বিত্তবান সহ প্রশাসনের কর্মতারা এগিয়ে না আসলে তাদের পরিবারের ৬ সদস্যকে খোলা আকাশের নিচে থাকতে হবে।