মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে দেশের চলমান লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ দিচ্ছেন রাজধানীর উত্তরখানে বিএনপিনেতা জাহাঙ্গীর আলম।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকায় নিজ বাস ভবনে ত্রান দিতে গিয়ে কয়েকশত মানুষের ভিড় জমিয়েছেন বিএনপির এই নেতা। সেই সাথে করোনা সংক্রমণ আরো বাড়িয়ে দেওয়ার আশঙ্কা তৈরি করেছেন এলাকাটিতে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান অতিথি থাকার কথা থাকলেও অনাকাঙ্খিত কারণে তাকে কেউ দেখতে পাননি।
উত্তরখানে করোনা ভাইরাসে আক্রান্ত রুগী পাওয়ায় এলাকাটি লকডাউনসহ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ধরা হলেও বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর ব্যাপারী লকডাউন না মেনে এভাবে ত্রাণ বিতরণ করায় আতঙ্কে আছেন এলাকাবাসী। দূরত্ব বজায় রেখে মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে সরকারি আদেশসহ প্রশাসনের নির্দেশনা থাকলেও মানছেন না অনেকে। ত্রান দেয়ার নাম করে অনেকে সামাজিকভাবে নিজেকে সেলিব্রিটি হিসেবে তুলে ধরার জন্য এসব করছেন বলে জানান স্থানীয় ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আমি লাইন দিয়ে ত্রান দিয়েছি। কিন্তু কেউ নিয়ম মানে না। আমরা জাতে বাংগালী, কেউ কারো কথা শুনে না। এখনতো দেখছি কারো উপকার করাও যাবে না।
উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোঃহেলাল উদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই, আমি খোজ নিয়ে দেখছি।