Header Border

ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৩৪°সে
শিরোনাম
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে– নাহিদ ইসলাম গণহত্যা নিয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হোয়াইট হাউসের বিবৃতি, বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান সীমান্ত হ/ত্যা/র ব্যাপারে কড়া প্রতিবাদ বিজিবির গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে- তথ্য উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস, সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য  অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইউজিসির নতুন সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান ও ড. আনোয়ার হোসেন

লকডাউন অমান্য করায় চারঘাটে ভ্রাম্যমান আদালতে কাপড় ব্যবসায়ীর অর্ধলক্ষ টাকা জরিমানা

রাজশাহীর চারঘাটে লকডাউনের নির্দেশনা অমান্য করে গোপনে দোকান খুলে ব্যবসা করার অপরাধে শহিদুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান এ জরিমানার আদেশ দেন। এসময় দোকানের ভিতরে গাদাগাদি করে দোকান থেকে মাল ক্রয়ের অপরাধে ওই দোকানের ভিতরে থাকা ৮জন ক্রেতাকে ৫শত টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সর্ব মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা এক্্িরকিউটিভ ম্যাজেষ্টেট মহিন উদ্দীন, মডেল থানার এস আই পারভেজসহ সাংবাদিকবৃন্দ।

বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমার আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে ঔষধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ রাখার জন্য নিদের্শনা রয়েছে। কিন্তু চারঘাট বস্ত্র বিতানের মালিক শহিদুল ইসলাম সরকারী সেই আদেশ অমান্য করে গোপনে বেশ কিছ’ দিন ধরে সাটার খুলে ক্রেতাদের ভিতরে নিয়ে সাটার নামিয়ে ব্যবসা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই দোকান মালিককে ৫০ হাজার টাকা এবং ওই দোকানের ভিতরে থাকা ৮ জন ক্রেতাকে ৫শ টাকা করে ৪ হাজার টাকা সর্ব মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক সময়ে জরিমানা টাকা দোকান মালিক পরিশোধ করেছেন। এ ছাড়াও সরকারী আদেশ আর অমান্য করা হবে না মর্মে অঙ্গিকার করায় তাকে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়েছে। আবারো যদি কোন দোকান মালিক সরকারী আদেশ অমান্য করে গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপস্থিত লোকজনকে সাবধানে করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আনিসুর রহমান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু পরিবর্তন করা হবে: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টার জরুরী সংবাদ সম্মেলন
এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ৮ মার্চ
৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ ১২৭৮৯
১৩টি বিসিএসে ৪১ হাজার ৫৬৬ জনকে নিয়োগের সুপারিশ
এইচএসসি–সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ