শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বাদ দিয়েছেন এমন ছবিও পাঠ্যবইয়ে ছাপা হয়েছে।
মন্ত্রী বলছে, শর্ষের ভেতর ভূত আছে কিনা সেটিও দেখতে হবে। বিষয়টি ইচ্ছাকৃত নাকি গাফিলতি— তা খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নতুন শিক্ষাক্রম বিষয়ক’ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা দুটো কমিটি করেছি। কমিটিকে সব অভিযোগ, পরামর্শ, ভুলভ্রান্তি দেখিয়ে দেওয়া, সব কিছু লিংকের মাধ্যমে পাঠাতে পারেন। এই বিশেষজ্ঞ কমিটিতে সব ধরনের বিশেষজ্ঞরা থাকবেন। ভাষা, বিজ্ঞান, প্রযুক্তি ও ধর্মীয় বিশেষজ্ঞরা থাকবেন। তারা দেখবেন, দেখে যা গ্রহণীয় তার সবকিছু গ্রহণ, পরিমার্জন ও সংশোধন করে নেবেন। আরেকটি কমিটি গঠন করছি, আমাদের মধ্যে শর্ষের ভেতর ভূত আছে কিনা, সেটি দেখার জন্য তারা কাজ করবে। যদি প্রমাণিত হয় কোথাও কারও গাফিলতি ছিল, কিংবা ইচ্ছাকৃতভাবে হয়েছে কিনা। আমরা দুজন মিলে (শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী) যেসব ছবি বাদ দিয়েছিলাম, সেই ছবিও কোথাও কোথাও থেকে গেছে। সে কারণে দেখবো— গাফিলতির কারণে হয়েছে, নাকি ইচ্চাকৃত হয়েছে, সেগুলোও বের করা দরকার। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।’
বিস্তারিত লিংকে
https://youtu.be/u_zNx5NrMok