জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বেলা ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সম্মেলন আহ্বান করা হয়েছে।
গতকাল আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমানের স্থগিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। মঙ্গলবার সকাল থেকেই এ নিয়ে উত্তপ্ত ছিল সচিবালয়সহ আশপাশের এলাকা। দুপুরে দলে দলে পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে আসতে থাকে। এক পর্যায়ে সচিবালয়ের সব নিরাপত্তাকে পাশ কাটিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এমনকি ২০ তলা ভবেনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে চলে যায় আন্দোলনকারীরা। পরে ঘোষণা আসে পরীক্ষা বাতিলের।
চলমান শিক্ষার বিভিন্ন ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলন-মনে করছেন সাংবাদিকরা।