Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৬.৫২°সে
শিরোনাম
জাতিসংঘে ড. ইউনূসের ভাষণ : শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে– নাহিদ ইসলাম গণহত্যা নিয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক হোয়াইট হাউসের বিবৃতি, বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান সীমান্ত হ/ত্যা/র ব্যাপারে কড়া প্রতিবাদ বিজিবির গণমাধ্যমকে ঢেলে সাজানো হবে- তথ্য উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ড. ইউনূস, সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য  অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ইউজিসির নতুন সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান ও ড. আনোয়ার হোসেন

শিক্ষা জরিপে ৬৮৪ প্রতিষ্ঠান তথ্য না দেওয়ায় তাগাদা মাউশির

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে প্রতিবছর বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স প্রতিবেদন তৈরি করা হয়। ২০২২ সালের প্রতিবেদন তৈরি করতে সারা দেশের প্রাথমিকোত্তর পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য চেয়েছে ব্যানবেইস। তবে ৫ নভেম্বর তথ্য দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পরও ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য দেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতিমধ্যে দেশের ৩৫ হাজার ৭৯৬টি প্রাথমিকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৫ হাজার ১১২টি শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য দিয়েছে। তবে ৬৮৪টি প্রতিষ্ঠান অদ্যাবধি তথ্য দেয়নি, যা মোটেও কাম্য নয়।
তথ্য প্রদানের গুরুত্ব জানিয়ে বলা হয়, এ তথ্যের ওপর ভিত্তি করে দেশি ও বিদেশি অংশীজন, ইউনেসকো, ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স, হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স, ডেভলেপমেন্ট পার্টনার, অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট, এসডিজি ট্র্যাকার, অষ্ট পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা তথ্য সরবরাহ করাসহ ব্যানবেইস থেকে বাংলাদেশ এডুকেশন স্ট্যাটিস্টিক্স শিরোনামে প্রতিবেদন তৈরি করা এবং এসডিজি-৪ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা হয়, যা শিক্ষার সঠিক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তথ্য না দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা জানাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছে মাউশি। একই সঙ্গে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইসের ওয়েবসাইটে দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ এ বিষয়ে মাউশিকে অবহিত করতে হবে।
#কালের কণ্ঠ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানজিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে– নাহিদ ইসলাম
হোয়াইট হাউসের বিবৃতি, বাংলাদেশের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান
ইউজিসির নতুন সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান ও ড. আনোয়ার হোসেন
গুরুতর আহতদের নিবিড়ভাবে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ
পাহাড়ের স/ন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ করা হবে: পার্বত্য উপদেষ্টা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ