বীভৎস নিষ্ঠুরতার শিকার হলো, চট্টগ্রামের ইপিজেড এলাকায় দশদিন ধরে নিখোঁজ, ৫ বছরের শিশু আয়াত। তাকে ছয় টুকরো করে হত্যার পর ফেলে দেয়া হয়, সাগর ও খালে। আবীর নামে এক যুবককে আটকের পর, এসব তথ্য জানিয়েছে, পিবিআই। তবে শুক্রবার দিনভর অভিযানে কিছু আলামত পাওয়া গেলেও মেলেনি দেহাবশেষ। বিস্তারিত চ্যানেল টুয়েন্টিফোরের নিউজে।