কোনো ধরনের চাপ বা তদবির ছাড়াই দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্বংয়ক্রিয়ভাবে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখের কিছু বেশি শিক্ষার্থী। এমন দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেছে বেছে ভালো শিক্ষার্থী নিয়ে কিছু প্রতিষ্ঠানের অতিমাত্রায় ভালো ফল করার দিন শেষ। এখন সব প্রতিষ্ঠানকেই সমানভাবে ভালো করতে হবে।
দেশের ৫শ৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষক, ভর্তিচ্ছু প্রার্থী ও বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।
এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ১ লাখ ৭ হাজার ৮শ৯০টি শূন্য আসনে ভর্তি হতে আবেদন জমা পড়ে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। প্রতি আসনে ভর্তি হতে লড়াই করে ৫.৮ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীর অতিরিক্ত কোচিং, মুখস্ত এবং বাড়তি চাপ এড়াতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারি হয়- এ কথা বলে শিক্ষামন্ত্রী বলেন, লটারি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী বলেন, সুযোগের সমতা আনতেই এই পদ্ধতি।
শিক্ষা সচিব আবু বকর ছিদ্দীক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ বলেন, স্কুলে ভর্তির সময় ছোট শিশুদের ওপর যে চাপ পড়ে তা অমানবিক। এটা থেকে শিশুদের মুক্তি দিতেই লটারি।
এবার সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ কোটায় স্কুলগুলোতে ভর্তির সুযোগ থাকছে ৪১ শতাংশ আসনে।
এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।
নিচের লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েও ফল জানা যাবে। https://gsa.teletalk.com.bd/gov/student/lottery-result/search-result.php?result=Merit
বিস্তারিত ভিডিও লিঙ্কে