নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে ওঠার পরীক্ষায় তিন বিষয়ে খারাপ করায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার তার নিজ বাসায় আত্মহত্যা করেছে।
ঢাকায় বিকেলে ফারজানা আত্মহত্যা করে। তিন বিষয়ে খারাপ করার কারণে দশম শ্রেণিতে যেন তাকে উত্তীর্ণ করা হয় এজন্য প্রধান শিক্ষকের কাছে ক’দিন আগে দরখাস্ত দিয়েছিল ফারজানা। স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছিল বিষয়টি বিবেচনা করবে। তবে সেই বিবেচনার আগেই পৃথিবী থেকে বিদায় নিল ফারজানা আক্তার ।
পরিবারকে সান্ত্বনা দিতে এরই মধ্যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের একটি শিক্ষক প্রতিনিধি দল এখন ফারজানার বাসায়। প্রতিনিধি দলে থাকা একজন শিক্ষক বলেছেন, এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে। স্কুলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
ফারজানা আক্তার এর বাবা বিদেশে থাকেন। আরেক ভাই ওমরা করার উদ্দেশ্যে আজ পৌঁছেছেন সৌদি আরবে।
(এডুকেশন নিউজ কখনোই এই ধরনের দুঃখ এবং শোকের খবর প্রচার করতে চায় না। তবে সমাজে যখন এমন ঘটনা ঘটে যায় তখন ছোট করে পাঠকদের সামনে নিজের সন্তানের প্রতি আরো যত্নশীল হওয়ার জন্যই এই খবরগুলো প্রচার করা হয়। যাতে এমন দুঃখজনক ঘটনা আর কখনোই না ঘটে)