আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে ঢাকার আদাবর থানায়।
বৃহস্পতিবার পোশাককর্মী নিহত রুবেলের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে।
গত ৫ আগস্ট পোশাক কারখানা কর্মী রুবেলের শরীরে গুলি লাগে। চিকিৎসাধীন থাকার সময় গত ৭ আগস্ট মারা যান রুবেল। রুবেলর স্বজরা মনে করছেন এই হত্যার নির্দেশদাতা হচ্ছেন সাবিক ও ফেরদৌস।
জানা গেছে, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাবিক আল হাসানকে ২৮ নম্বর আসামী এবং ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে ৫৫ নম্বর আসামি করা হয়েছে। এই মামালায় ১৫৬ জনকে আসামি করা ছাড়াও অজ্ঞাত আরও কয়েকশ’জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদেরও এই মামলার আসামী।