স্কটল্যান্ডের এডিনবরায় একটি বাড়ির মেঝে খননকাজের সময় ১৩৫ বছর আগের একটি চিঠি পাওয়া গেছে। নির্মাণ শ্রমিক পিটার চিঠিটি একটি বোতল দেখতে পান। বোতলের মধ্যে একটি কাগজ দেখতে পাওয়ায় তিনি বাড়ির মালিক এলিথ স্টিস্পসনকে জানান।
স্টিস্পস এসে চিঠিটি খোলেন। চিঠি খুলে দেখা যায়, সেটি ১৮৮৭ সালের ৬ অক্টোবর লেখা। জেমস রিচি ও জন গ্রিভি সেটি লিখেছিলেন। তাঁরা ওই বাড়ির মেঝে তৈরির কাজ করেছিলেন। তাঁরা মজা করার জন্য চিঠি লিখে বোতলে ভরে রেখেছিলেন, যাতে অনেক বছর পরে হলেও কেউ সেটা খুঁজে পেয়ে অবাক হয়ে যায়।
নির্মাণ শ্রমিক পিটার অ্যালান বলেন, ১৫০ বর্গফুটের ঘরটি মেরামত করার সময় তাঁরা জানতেন না এমন কিছু মেঝের নিচ থেকে বের হবে। তাই চিঠিসহ বোতলটি বের করার পর তিনি অবাক হয়ে যান। তারা ভাবতেই পারেনি এখানে এমন কিছু একটা পাবেন তারা।