Header Border

ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে
শিরোনাম
বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ৮ মার্চ একাদশে ভর্তি: চতুর্থ ধাপের আবেদন শুরু রোববার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণীকক্ষে শেখানোর সুপারিশ অক্টোবরে ঢাবি’র বিশেষ সমাবর্তন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ ২৪ বিসিএস’র শিক্ষক সহকারী অধ্যাপক পুলক কৃষ্ণ সড়ক দুঘর্টনায় নিহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা জি-২০ সম্মেলন, শিক্ষার রুপান্তরে আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা: সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বে ৪০তম বাংলাদেশ

চলতি বছরে বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে ৪০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সামরিক শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে এই তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ডটকম। প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা তৈরি করা হয় সামরিক শক্তিমত্তার সূচকের ভিত্তিতে।

একটি দেশের সশস্ত্র বাহিনীর আকার, অর্থনৈতিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থানের মতো ৬০টির বেশি বিষয় বিচার–বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়। সূচকে যে দেশের স্কোর যত কম থাকে সামরিক সক্ষমতার তালিকায় সেই দেশ তত এগিয়ে থাকে।

গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৩ সালের তালিকা প্রকাশ করেছে গত ৫ জানুয়ারি। তাদের শক্তিমত্তার সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৫৮৭১। সবচেয়ে কম শূন্য দশমিক ০৭১২ স্কোর নিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। শীর্ষ দশের তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে রাশিয়া, চীন, ভারত, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, জাপান, ফ্রান্স ও ইতালি।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তালিকায় ভারত চতুর্থ, পাকিস্তান সপ্তম, মিয়ানমার ৩৫তম, শ্রীলঙ্কা ৭১তম ও নেপাল ১২৯তম অবস্থানে রয়েছে। তালিকার সবচেয়ে শেষে ১৮৫তম অবস্থানে রয়েছে ভুটান। শক্তিমত্তার সূচকে দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭।

গ্লোবাল ফায়ার পাওয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী, বাংলাদেশের সেনাবাহিনীতে সক্রিয় সেনা রয়েছেন আনুমানিক ১ লাখ ৭৫ হাজার। সেনাবাহিনীতে ট্যাংকের সংখ্যা ২৮১টি। সামরিক যান রয়েছে ১৩ হাজার ১০০টি। সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে ৩০টি। বাহিনীটির টোয়েড আর্টিলারির সংখ্যা ৩৭০টি। আর রকেট আর্টিলারি রয়েছে ৭০টি।
অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা অনুমানিক ৩০ হাজার। নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট সাতটি, করভেট ছয়টি, সাবমেরিন দুটি, টহল নৌযান ৩০টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি। তবে বাংলাদেশের কোনো ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ও হেলিকপ্টারবাহী রণতরী নেই।

গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, বাংলাদেশের বিমানবাহিনীতে আনুমানিক ২১ হাজার ১০০ জন বিমানসেনা রয়েছেন। বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা ২০৪টি। এর মধ্যে যুদ্ধবিমান ৪৪টি, হেলিকপ্টার ৬৫টি, পরিবহন বিমান ১৭টি ও প্রশিক্ষণ বিমান ৭৫টি। পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর দুটি উড়োজাহাজ রয়েছে।

এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন তালিকায় ১৫তম অবস্থানে রয়েছে। তালিকায় ১২তম অবস্থানে থেকে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১৪তম মিসর আফ্রিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। তালিকায় দেশটির অবস্থান ১১তম। এই অঞ্চলের দেশ ইসরায়েল ১৮তম অবস্থানে রাখা হয়েছে। তবে ফিলিস্তিনকে তালিকায় স্থান দেওয়া হয়নি।
সূত্র : প্রথম আলো

কয়েক বছর আগে সাংবাদিক মোস্তফা মল্লিক তার ইউটিউব চ্যানেলে ‘ অস্ত্র কিভাবে তৈরি হয় ‘ শিরোনামে একটি ভিডিও দিয়েছিলেন। পাঠক এবং দর্শকদের জন্য নিম্নের লিংক দেয়া হল :

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম ভুইয়াকে শুভেচ্ছা (এটি একটি বিজ্ঞাপন))
বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় প্রাথমিক বিদ্যালয়ে – মুখ্য সচিব
ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আধুনিকায়িত শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিস উদ্বোধন
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘লিটারেচার’ বিষয়ে দুই-দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার
২৪ বিসিএস’র শিক্ষক সহকারী অধ্যাপক পুলক কৃষ্ণ সড়ক দুঘর্টনায় নিহত

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ