গত বছরটা দুর্দান্ত কেটেছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। দল হিসেবে নিউজিল্যান্ডের সাফল্যের পেছনেও তার বড় অবদান ছিল। বিশেষ করে কিউইদের ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে ব্যাট হাতে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করেছেন এই ডানহাতি।
বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই কিউই অধিনায়ক।
আর উইলিয়ামসনের জাতীয় দলের সতীর্থ রস টেইলর এবারের বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রথমবারের মতো ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবারের বর্ষসেরা পুরস্কার প্রদান করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।