সিলেটে বণ্যার প্রভাব পরেছে এসএসসি ও সমমানের পরীক্ষাতেও। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হয়তো বণ্যার কারণেই এমনটি হয়েছে। তারপরেও আমরা বিশ্লেষণ করে জানাবো।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেটে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে পাসের হার কমলেও জিপিএ-৫ বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন। গত বছর ১৮৫টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করলেও এবার তা কমে দাঁড়িয়েছে ২৭টিতে।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে থাকা চার জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে সিলেট জেলা। এখানে পাসের হার ৮২ দশমিক ৮৩। এ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৯৮ জন। এরপরই সুনামগঞ্জ জেলা ভালো ফলাফল করেছে। এ জেলায় পাসের হার ৭৯ দশমিক ২৬। তবে চার জেলার মধ্যে সুনামগঞ্জে জিপিএ-৫ এসেছে সবচেয়ে কম। এ জেলায় ৯৬৮ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক দিয়ে হবিগঞ্জ জেলা তৃতীয় স্থানে এসেছে। এ জেলায় ৭৬ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। হবিগঞ্জ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী, যা ফলাফল বিবেচনায় ৪ জেলার মধ্যে তৃতীয়। অন্যদিকে পাসের হারে পিছিয়ে আছে মৌলভীবাজার জেলা। এখানে পাস করেছে ৭৩ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী। তবে সিলেটের পরই মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। জেলাটিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৬ জন।