আজ শনিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে ঘিরে এখন ব্যস্ত পুরো ক্যাম্পাস।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সম্মেলন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আড়াইশোর মতো প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন হল,অনুষদ, ইনস্টিটিউট, শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা প্রার্থী হয়েছেন।
ইতোমধ্যেই সম্মেলন ঘিরে শুক্রবার (২ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমাদান পর্ব শেষ হয়েছে। পদপ্রত্যাশী নেতাকর্মীরা লবিং-তদবিরে দৌড়াচ্ছেন। তারা বিভিন্নভাবে নিজের প্রচারণা চালাচ্ছেন। ব্যানার-পোস্টারে নিজেদের ছবি সাঁটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ দৃশ্যমান স্থানে টানিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।