Header Border

ঢাকা, রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে
শিরোনাম
বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ৮ মার্চ একাদশে ভর্তি: চতুর্থ ধাপের আবেদন শুরু রোববার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণীকক্ষে শেখানোর সুপারিশ অক্টোবরে ঢাবি’র বিশেষ সমাবর্তন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ ২৪ বিসিএস’র শিক্ষক সহকারী অধ্যাপক পুলক কৃষ্ণ সড়ক দুঘর্টনায় নিহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা জি-২০ সম্মেলন, শিক্ষার রুপান্তরে আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

ক্যামব্রিজের পরীক্ষায় ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ দেশের ৯ শিক্ষার্থী

এ বছরের জুনে অনুষ্ঠিত ক্যামব্রিজ পরীক্ষা সিরিজে অসাধারণ অ্যাকাডেমিক নৈপুণ্যের জন্য ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের (ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল) ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ৯ কৃতি শিক্ষার্থী।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দেশব্যাপী স্কুল শিক্ষার্থীদের অসাধারণ অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয়। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্বের ফল হিসেবে ৯০টি ক্যামব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড দিয়েছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল। পৃথিবীর ৪০টিরও বেশি দেশের সেরা শিক্ষার্থীরা এই বৈশ্বিক অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ক্যামব্রিজ পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশের ৭১ জন শিক্ষার্থী সম্মানসূচক ক্যামব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। চারটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডগুলো হচ্ছে- টপ ইন দ্য ওয়ার্ল্ড, টপ ইন কান্ট্রি, হাই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও বেস্ট অ্যাক্রোস। এর মধ্যে নির্দিষ্ট একটি বিষয়ে বিশ্বের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের ৯ শিক্ষার্থী টপ ইন দ্য ওয়ার্ল্ড পুরস্কার অর্জন করে।

বিজয়ী ৯ জনের মধ্যে ৭ জনই গণিতে অসাধারণ কৃতিত্বের জন্য এ স্বীকৃতি লাভ করে। ক্যামব্রিজ আইজিসিএসই, ক্যামব্রিজ ‘ও’ লেভেল, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস ও ‘এ’ লেভেল কোয়ালিফিকেশনের আলাদা আলাদা বিষয়ে এ পুরস্কার অর্জন করে শিক্ষার্থীরা।

ব্রিটিশ কাউন্সিল জানায়, প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ শিক্ষার্থী ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের কোর্স পড়াশোনা করে। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল গত ১৬০ বছর ধরে আন্তর্জাতিকভাবে এ পরীক্ষার আয়োজন করে আসছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত ডিরেক্টর ডেভিড নক্স, ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের টিচিং অ্যান্ড লার্নিং ডিরেক্টর লি ডেভিস, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশনসের ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার শাহীন রেজা।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘অসাধারণ ফলাফলের জন্য পুরস্কার পাওয়া সবাইকে আমার অভিনন্দন। এটি একটি উল্লেখযোগ্য অর্জন। ক্যামব্রিজ পরীক্ষায় তোমাদের অর্জন কঠোর পরিশ্রম এবং বৈশ্বিক পর্যায়ে তোমরা যে প্রতিযোগিতা করতে পারো, তারই প্রমাণ। সবাইকে আবারও অভিনন্দন। আমার বিশ্বাস, ক্যামব্রিজ পরীক্ষায় এ অর্জনের মাধ্যমে তোমাদের মধ্যে কেউ কেউ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে যাবে এবং ভবিষ্যতে বৈশ্বিক পর্যায়ে অবদান রাখতে পারবে।’

#বাংলা ট্রিবিউন#

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধন সোমবার
মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় প্রাথমিক বিদ্যালয়ে – মুখ্য সচিব
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ
২৪ বিসিএস’র শিক্ষক সহকারী অধ্যাপক পুলক কৃষ্ণ সড়ক দুঘর্টনায় নিহত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ