Header Border

ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে
শিরোনাম
বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ৮ মার্চ একাদশে ভর্তি: চতুর্থ ধাপের আবেদন শুরু রোববার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ বৃত্তিমূলক কাজে নিয়োজিত পেশাদার ব্যক্তিদের দিয়ে শ্রেণীকক্ষে শেখানোর সুপারিশ অক্টোবরে ঢাবি’র বিশেষ সমাবর্তন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাবর্তন-বক্তা হিসেবে আমন্ত্রণ ২৪ বিসিএস’র শিক্ষক সহকারী অধ্যাপক পুলক কৃষ্ণ সড়ক দুঘর্টনায় নিহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৮৭ কোটি টাকার বাজেট ঘোষণা জি-২০ সম্মেলন, শিক্ষার রুপান্তরে আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

কাফনের কাপড় পেলেন রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তা

রাজশাহীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষক-কর্মকর্তাকে ‘কাফনের কাপড়’ পাঠানো হয়েছে। আজ বুধবার এ কাপড় তাঁরা পেয়েছেন। ‘সচেতন নাগরিক সমাজ’-এর পক্ষ থেকে ডাক বিভাগের খামে এ কাপড় পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষকদের পক্ষ থেকে রাজশাহী নগরের মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসেন সবার পক্ষে সই করেছেন।

এ হুমকির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরিদর্শন কমিটির সঙ্গে এর আগে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে শিক্ষকেরা ধারণা করছেন। এ ঘটনায় শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তাঁরা এ ঘটনার তদন্ত দাবি করেছেন।

যেসব শিক্ষক-কর্মকর্তার নামে কাফনের কাপড় পাঠানো হয়েছে, তাঁরা হলেন সদ্য সাবেক উপাচার্য মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সেলিম হোসেন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মো. ফারুক হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ মো. রবিউল আওয়াল, উপপরিচালক (ছাত্রকল্যাণ) মো. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জগলুল সাদত, কম্পট্রোলার নাজিম উদ্দিন আহম্মদ, প্রকৌশলী মো. হারুন অর রশিদ ও প্রকৌশলী মো. রাইসুল ইসলাম।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ডাক বিভাগের খামে পাঠানো ওই কাপড় তিনি দেখেছেন। ছোট ছোট দুটি কাপড়। এটা যে কাফনের, না কিসের কাপড়, তা তো লেখা নেই। এ ব্যাপারে শিক্ষকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। একটি জিডি হয়েছে। কোন পোস্ট অফিস থেকে এ খাম পোস্ট করা হয়েছে ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে তদন্ত করা হবে। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুদ্ধাচার কমিটির সঙ্গে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে জানতে চাইলে ওই কমিটির একটি সূত্র জানিয়েছে, ৬ ডিসেম্বর শুদ্ধাচার বাস্তবায়নসংক্রান্ত নৈতিকতা কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় রেজিস্ট্রারের আওতাধীন পরিষদ শাখা পরিদর্শন করে। কমিটি পরিষদ শাখা আকস্মিক পরিদর্শনের বিষয়টি পরিষদ শাখায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জানান। ওই সময় পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনীর অনুপস্থিতির বিষয়টি কমিটি লক্ষ করেন। এ বিষয়ে ওই শাখায় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীর কাছে জানতে চাওয়া হয়। এ ছাড়া পরিদর্শনের বিষয়টি তাঁকে পরবর্তীকালে জানানোর জন্য উপস্থিত কর্মকর্তাকে বলা হয়। এ পর্যায়ে পরিষদ শাখার সেকশন কর্মকর্তা সোহেল রানা মুঠোফোনে শাহ মো. আল বেরুনীকে পরিদর্শন কমিটির উপস্থিতির বিষয়টি জানান।

পরবর্তীকালে পরিদর্শন কমিটি প্রধান প্রকৌশলীর অফিসকক্ষে প্রবেশের সময় পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনী পেছন দিক থেকে কমিটির উদ্দেশ্যে উচ্চ স্বরে আজেবাজে কথা ও কটূক্তি করেন। পরিদর্শন কমিটির সদস্য ফারুক হোসেন তাঁকে ওই স্থান ত্যাগ করে তাঁর অফিসকক্ষে (পরিষদ শাখায়) ফিরে যেতে অনুরোধ জানালে শাহ মো. আল বেরুনী উপাচার্যসহ কমিটির সদস্যদের সামনে এসে উচ্চ স্বরে আপত্তিকর ও আজেবাজে কথা বলেন, ঔদ্ধত্য ও অশালীন আচরণ করেন এবং কমিটির কাজে ব্যাঘাত সৃষ্টি করেন। একই অভিযোগ প্রশাসন ও সংস্থাপন শাখার জুনিয়র সেকশন কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোতাহার হোসেনের (সাময়িকভাবে বরখাস্ত) বিরুদ্ধেও পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ উদ্ধৃতিই জিডিতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শাহ মো. আল বেরুনী বলেন, ‘আমি ওই দিন ঘটনাস্থলে উপস্থিত রুয়েটের উপাচার্য মহোদয়কে জিজ্ঞাসা করেছিলাম, ১৫০ টাকার ফটোকপি বইয়ের মূল্য ৫ হাজার টাকা দেখিয়ে ক্রয় করা হয়েছে। এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তার ব্যবস্থা না নিয়ে, আবার যাঁরা কোনো দিনই রুয়েট অফিসে না এসে বেতন তুলে নিয়ে যান, তাঁদের কক্ষে গিয়ে খোঁজ না নিয়ে আমি ব্যাংকে টাকা ওঠাতে গিয়ে গিয়েছিলাম, সেই সময় বারবার আমার খোঁজ কেন করা হয়েছে?’ তিনি আরও বলেন, ‘আমি উত্তেজিত হইনি। কাউকে কটূক্তিও করিনি। বই ক্রয়ের অনিয়মের প্রতিবাদ করার কারণেই পরিদর্শন প্রতিবেদনে আমার নামে কটূক্তির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই মীমাংসা করে দেন।’

এ ব্যাপারে উপাচার্য সাজ্জাদ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

প্রথম আলো, রাজশাহী প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অধ্যক্ষ প্রফেসর নুরুল আলম ভুইয়াকে শুভেচ্ছা (এটি একটি বিজ্ঞাপন))
বান্দরবান সীমান্তে খুলছে বন্ধ ৫ প্রাথমিক বিদ্যালয়, বুধবার থেকে শ্রেণি কার্যক্রম
বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছে -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের উদ্বোধন সোমবার
মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় প্রাথমিক বিদ্যালয়ে – মুখ্য সচিব
এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি, ডেন্টাল ৮ মার্চ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ